Khoborerchokh logo

গাজীপুর মহানগরীর চাঞ্চল্যকর ওমর ফারুক@রাব্বি(২৬) বাবু হত্যা মামলার পলাতক আসামী আটক-০২। 314 0

Khoborerchokh logo

গাজীপুর মহানগরীর চাঞ্চল্যকর ওমর ফারুক@রাব্বি(২৬) বাবু হত্যা মামলার পলাতক আসামী আটক-০২।


 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, মাদক ব্যবসায়ী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। 
 এরই ধারাবাহিকতায় অদ্য ২৬ মে ২০২০ তারিখ ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় র‌্যাব-১,স্পেশালাইজড্ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প,গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি,গাজীপুর,সদর থানার মামলা নং-২৭, তারিখ ২৬/০৫/২০২০ খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় পলাতক আসামীরা গাজীপুর মহানগরীর শিমুলতলী এলাকায় অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন,(জি),বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর মহানগরীর সদর থানাধীন শিমুলতলী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে উপরোক্ত হত্যা মামলার অন্যতম পলাতক আসামী-১।মোঃ আঃ রাজ্জাক@ভাঙ্গারী রাজ্জাক(৩৫), পিতা-মোঃ মোসলেম উদ্দিন,কোড়াকান্দি,থানা-তিতাস,জেলা-কুমিল্লা, এ/পি-সাং-শিমুলতলী শান্তিবাগ (মসজিদ সংলগ্ন), থানা-সদর, জিএমপি, গাজীপুর, ২। মনির হোসেন@চোরা বাবু(৩৬), পিতা-আঃ হাই, সাং-দক্ষিণ চতর (চান্নার মাঠ), থানা-সদর, জিএমপি, গাজীপুর দ্বয়’কে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীদ্বয়ের দখল হতে ০৩ (তিন) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীদ্বয় এবং তাদের সহযোগী আসামীরা মিলে গত ২৫/০৫/২০২০ তারিখ ঈদ-উল-ফিতর এর দিন সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় ভিকটিম ওমর ফারুক@রাব্বি(২৬) বাবু কে তার বাড়ি থেকে ডেকে গাজীপুর মহানগরীর দক্ষিণ চতর স্বপ্ননীড় প্রজেক্ট এলাকায় নিয়ে আসার পর ধারালো দেশীয় অস্ত্র দ্বারা ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের সদর থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com